মিরু হাসান, স্টাফ রিপোর্টার
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের ভীড় জমে যায় মধ্যই সুযোগ সন্ধানী টানা পার্টির দুই মহিলা সদস্য পকেট মারতে নিয়ে সুন্দরী আটক। উপজেলার সব হাসপাতালের টিকিট কাউন্টারে রোগী ও স্বজনদের লক্ষ্য করে, এ সর্বনাসা কূ-কাজ চালিয়ে যাচ্ছে, এরা নারী হওয়ার কারণে অনেক সময় অপরাধ করলেও পার পেয়ে যায়।
আজ সোমবার সকালে হাসপাতালের আউটডোরে টিকিট কাটার জন্য রোগী ও স্বজনদের দীর্ঘ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এই সুন্দরী মহিলা আগত রোগীদের দামী ঔষধপত্র, মোবাইল, টাকা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে পানির দামে বিক্রি করে এরা
হাসপাতালের পরিচ্ছন্নকর্মী বিষয়টি টের পেয়ে দ্রুত ব্যবস্থা নেন ও সুন্দরী দুই মহিলাকে আটক করেন। তিনি জানান, মহিলারা মূলত টিকিট কাউন্টারে লাইনে দাঁড়ানো রোগীদের টার্গেট করেই এমন অপরাধ করছিলেন।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে হাসপাতাল এলাকায় পকেটমারির ঘটনা ঘটছিল। বিশেষ করে টিকিট কাউন্টার ও ফার্মেসিতে ভিড়ের সুযোগ নিয়ে সংঘবদ্ধ চক্র সক্রিয় ছিল। তবে আজকের ঘটনায় দুই পকেটমারকে আটক করায় রোগী ও তাদের স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভীড়ের সময় রোগী ও স্বজনদের আরো সতর্ক থাকার পাশাপাশি নিরাপত্তা জোরদার করার পদক্ষেপ নেওয়া হবে।##