নুরুল আলম সিকদার কক্সবাজার থেকে
কক্সবাজারের উখিয়ায় ভূমি দখলকে কেন্দ্র করে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে ফিরোজ আহমদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রত্নাপালং ইউনিয়নের মধ্যরত্না এলাকার সুমন বড়ুয়া ও তার পরিবারের ওপর হামলা চালায় ফিরোজ আহমদ এবং তার নেতৃত্বাধীন ২০ থেকে ৩০ জনের একটি দল।
গত ২৭ সেপ্টেম্বর বিকাল সাড়ে চারটার দিকে ধারালো দা, লোহার রড, কোদালসহ দেশীয় অস্ত্র নিয়ে সুমন বড়ুয়ার বসতভিটায় প্রবেশ করে ঘরবাড়ি ও বেড়া ভাঙচুর করে। এসময় বাধা দিতে গেলে সুমন বড়ুয়ার বৃদ্ধা মাকে মারধর করে আহত করা হয়। পরে দখলের উদ্দেশ্যে বাড়ির আঙিনায় জোরপূর্বক বেড়া স্থাপন করে দেয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
ভুক্তভোগী পরিবার ৫ অক্টোবর সকালে সাংবাদিক জানান, আমরা বহুদিন ধরে এই জমিতে বসবাস করছি, শান্তিপূর্ণভাবে ভোগদখলে ছিলাম। এখন জায়গার দাম বেড়ে যাওয়ায় প্রভাবশালী ফিরোজ আহমদ আমাদের জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছে।”
অভিযুক্ত ফিরোজ আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি ১৯৯৬ সালে জনেক বিশ্বজিৎ বড়ুয়ার কাছ থেকে জমিটি ক্রয় করেন। তবে বিশ্বজিৎ বড়ুয়া বিক্রয়ের বিষয়টি অস্বীকার করেছেন।
এ ঘটনায় স্থানীয় সালিশ বৈঠকে বিষয়টি নিষ্পত্তি হলেও পরবর্তীতে পুনরায় হামলায় জড়ায় অভিযুক্ত পক্ষ। ভুক্তভোগী পরিবার দাবি করেছে, তাদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।
এ ঘটনায় উখিয়া থানায় বিচারের দাবিতে দুই পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।