ইমামুল হাসান
কুয়ালালামপুর, অক্টোবর ৩:
মালয়েশিয়ার জহুর বারুর পেকান নানাস ক্যাম্পে আটক এক বাংলাদেশির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা ক্যাম্পে সেবা প্রদানকালে ওই ব্যক্তিকে খুঁজে পান।
হাইকমিশন সূত্রে জানা গেছে, অসুস্থতার কারণে তিনি কথা বলতে বা লিখতে সক্ষম নন। এছাড়া ক্যাম্পে তার কোনো কার্ড বা নথিপত্র থেকে নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি। ফলে তার পরিচয় অজানা থাকায় তাকে দেশে প্রেরণ করা সম্ভব হচ্ছে না।
এ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানানো হয়েছে—
যদি কারো কাছে ওই ব্যক্তির পরিচয় সংক্রান্ত কোনো তথ্য থাকে, অথবা তার আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ জানা থাকে, তবে দ্রুত বাংলাদেশ হাইকমিশনের নিকট তথ্য প্রদানের জন্য অনুরোধ করা হচ্ছে।