মিরু হাসান, স্টাফ রিপোর্টার
৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন আদমদীঘি উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট আহ্বায়ক সৌরভ কুমার কর্মকার পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির বিভিন্ন নেতৃবৃন্দের সাথে কথা বলেন ও তাদের সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজ খবর নেন এবং নিরাপত্তার বিষয়ে মতবিনিময় করেন ।
যেকোনো পরিস্থিতিতে তাঁদের পাশে থাকবেন বলে উপস্থিত সকলকে আশ্বাস দেন।স্বেচ্ছাসেবীদের তালিকা ও জরুরী সেবার মোবাইল নাম্বারসমূহ মন্দিরের প্রকাশ্য স্থানে স্থাপন করার পরামর্শ প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেনঃ আদমদিঘী উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব অভিলাষ কুমার বর্মন, যুগ্ম আহবায়ক, মিনাল সরকার, কানাই প্রাং, হারান মহন্ত, কৃষ্ণ রায় এলএলবি সহ পূজা উদযাপন ফ্রন্টের কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।##