নূরুল হক
মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
মণিরামপুরে সোমবার ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিকেলে উপজেলা সরকারি মিনি ষ্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। ফুটবল পর্যায়ের ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় ট্র্রাইবেকারে নেহালপুর স্কুল এন্ড কলেজ ৩-১ গোলে ঝাঁপা আলিম মাদ্রসাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
উপজেলা স্কুল মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাসুদ আলম, মণিরামপুর প্রেসক্লাব সভাপতি এস,এম মজনুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করেন।