1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় খেঁজুরের কাঁচা রস পানে প্রাণ গেল ৬ বছরের মাদ্রাসা শিক্ষার্থীর দেবহাটায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা বগুড়ায় সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্বশীল পুলিশ কর্তারা পুরস্কৃত!! গোবিন্দগঞ্জ–বিরামপুর মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু বগুড়ায় সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্বশীল পুলিশ কর্তারা পুরস্কৃত!! সাতক্ষীরায় জামায়াতের পথসভায় অংশ নিয়ে বরখাস্ত যশোরের পুলিশ সদস্য মহিবুল্লাহ সাতক্ষীরার তলুইগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরর বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ টাঙ্গাইলে প্রতারণার মামলার পর বাদীর স্বামীকে লক্ষ্য করে মিথ্যা কাউন্টার মামলা ও অপপ্রচার: সাইবার ক্রাইমে অভিযোগ হাদী ভাইয়ের ওপর হামলার প্রতিবাদে বিরামপুর উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল বগুড়ায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও আহত ৩

পাইকগাছায় ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

 

শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-খুলনার পাইকগাছায় শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী।কর্মসূচিটি ছিল দলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ।উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেকের পরিচালনায় কর্মসূচি শুরু হয়। বিকেল ৪টায় পাইকগাছা থানা মসজিদে আসর নামাজ শেষে নেতাকর্মীরা পৌরসভা চত্বরে সমবেত হন। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ, জেলা নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা গোলাম সারোয়ার, জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান, ছাত্র শিবিরের খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবুজার গিফারী, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এসএম আমিনুল ইসলাম, কাজী তানজিদ আলম, অ্যাডভোকেট আব্দুল মজিদ, প্রফেসর আব্দুল মমিন সানা, মাওলানা শেখ কামাল হোসেনসহ আরও অনেকে। এছাড়া পাইকগাছা ও কয়রা উপজেলা জামায়াত এবং স্থানীয় ইসলামী আন্দোলনের নেতারাও এতে অংশ নেন।বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারের ওপর জোর দিয়ে বলেন,এ লক্ষ্যে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন অপরিহার্য।

আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ বলেন,“ফ্যাসিবাদী প্রথা দূর করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই।”বক্তাদের অভিযোগ, দেশের কিছু রাজনৈতিক দল এখনো পিআর পদ্ধতির বিষয়ে সঠিক জ্ঞান রাখে না। তাদের মতে, “আমরা মনে করি, তারা রাজনৈতিকভাবে এখনো অপরিপক্ব।”বক্তারা আরও বলেন, আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতেই জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হতে পারে। প্রতিটি দলের প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদের আসন বণ্টন হলে গণতন্ত্র শক্তিশালী হবে। অন্যথায় সুষ্ঠু গণতান্ত্রিক বিকাশ সম্ভব নয় বলে তারা মন্তব্য করেন।সমাবেশে জামায়াতে ইসলামী তাদের ৫ দফা দাবি তুলে ধরে অবিলম্বে তা বাস্তবায়নের আহ্বান জানায়।বক্তারা বলেন,এসব দাবি মেনে নিলেই কেবল দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট