
স্টাফ রিপোর্টার :
২৭সেপ্টম্বর শনিবার সন্ধার পর সোনাবাড়ীয়ার ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়ন এর ২নং ওয়ার্ড কতৃক আয়োজিত বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তালা-কলারোয়া আসনের বিএনপির মনোনয়ন প্রাপ্ত, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের নির্বাচনী কর্মী সমাবেশের ২নং ওয়ার্ড এর সাবেক ইউপি সদস্য সোহারাব হোসেন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিএনপি মহিববুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও সার্চ কমিটির সদস্য ও কলারোয়া উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন – ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আকবর আলী বুলবুল , কলারোয়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রুহুল আমিন খোকন, ইউনিয়ন যুবদলের আহবায়ক মোকলেছুর রহমান, আলহাজ্ব নাসিরউদ্দিন সরদার,আব্দুল হামিদ । ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর বিএনপি ও বিএনপির অঙ্গসংগঠনের সভাপতি ও সেক্রেটারি সহ প্রমুখ রাজনৈতিক ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন।
কর্মী সমাবেশে সহস্রাধিক জনসমাগম ঘটে। বক্তারা বলেন – আগামী নির্বাচনে তালা কলারোয়া আসনে এই সোনাবাড়ীয়া ইউনিয়ন থেকে আমরা হাবিবুল ইসলাম হাবিব কে বিপুল ভোট দিতে সক্ষম হবো। এবং তিনি এমপি নির্বাচিত হলে মন্ত্রী হয়ে তালা কলারোয়ায় উন্নয়নের জোয়ার বইবে। বক্তারা প্রত্যেক কর্মী কে হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে ভোট ভিক্ষা করার উদাত্ত আহ্বান করেন।