তরিকুল ইসলাম , স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার কলারোয়ায় জমি-জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের নাম আ: মান্নান(৫০)। ঘটনাটি ঘটেছে, কলারোয়ার সীমান্তবর্তী দক্ষিণ ভাদিয়ালী গ্রামে। স্থানীয়রা জানায়, উপজেলার সীমান্তবর্তী সোনাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভাদিয়ালী গ্রামের আ: মান্নানের জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ ক্রয়সূত্রে প্রাপ্য এক ব্যক্তির বিরোধ চলে আসছিলো। বুধবার(২৪ সেপ্টেম্বর) সকালে ওই ফসলি জমির সীমানাকে কেন্দ্র করে উভয় পক্ষের বিরোধে প্রতিপক্ষের হাফিজুল ঘটনাস্থলে আ: মান্নানকে লাঠি দিয়ে সজোরে আঘাত করে। উপর্যপরি লাঠির আঘাতে এক পর্যায়ে মান্নান জ্ঞান হারিয়ে ফেলে। পরে আঘাত প্রাপ্ত মান্নানকে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষনা করেন। বিষয়টি জানতে পেরে কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতালে চলে যান। এ ঘটনায় তাৎক্ষনিকভাবে হত্যার অভিযোগে প্রতিপক্ষ হাফিজুল ইসলাম ও তার স্ত্রী মানছুরা খাতুনকে আটক করা হয়েছে বলে জানা যায়। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।