1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিহাতীতে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্সুরেন্স বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সাতক্ষীরায় শহরে পৃথক ৪ স্হানে জামায়াতে ইসলামীর মানববন্ধন প্রাক দীপাবলীতে সেজে উঠেছে কলকাতার বিভিন্ন মার্কেট আলো ও প্রদীপে ,জমে উঠেছে ক্রেতাদের ভীড়। পাবনায় সরকারি আদেশ অমান্য করে মাছ শিকার আটক নয় নারীদের অধিকার সুনিশ্চিত করতে হবে সাবেক সংসদ সদস্য ——মফিকুল হাসান তৃপ্তি, বিরামপুরে শিক্ষক-কর্মচারীদের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন মণিরামপুরে ব্র্যাকরেকের মাইগ্রেশন প্রোগ্রামের সচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত কলারোয়া উপজেলা দক্ষিণ ভাদিয়ালী গ্রামের ঘটনা :বেরিয়ে এলো আসল রহস্য মণিরামপুরে পরিবহনের চাপায় বৃদ্ধ নিহত, চালক আটক দেবহাটায় তারুণ্য মেলা ও তারুন্য ভাবনা বিষয়ক কর্মশালা

সাতক্ষীরায় জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

 

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

বেলুন ও ফেস্টুন উড়িয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর)
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, তৈয়ব হাসান বাবু ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা আহবায়ক মো. আরাফাত হোসেন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন কুমার বিশ্বাস, সাতক্ষীরা জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, জামায়াতে ইসলামী শহর শাখার সেক্রেটারী খোরশেদ আলম, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল, তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রণী খাতুন প্রমুখ।

বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২৫ এর সাতক্ষীরা বনাম ভোলার ফিরতি লেগের এই খেলাটি অনুষ্ঠিত হয়।

এর আগে ভোলা জেলা স্টেডিয়ামে ভোলা বনাম সাতক্ষীরার প্রথম লেগের খেলা ২-২ গোলে সমতা হয়।

খেলার প্রথমার্ধের ৭ মিনিটের মাথায় ডি-বক্সের বাইরে থেকে ৫ নাম্বার জার্সিধারী সাদ্দামের দুরপাল্লার সর্টে ১-০ গোলে এগিয়ে যায় সাতক্ষীরা জেলা ফুটবল দল। খেলার ১১ মিনিটের মাথায় ভোলা জেলা দলের ৬ নাম্বার জার্সিধারী পরিতোষের অসাধারণ হেডে ১-১ গোলে সমতা আনে। খেলায় আক্রমণ পাল্টা আক্রমণে চলতে থাকে। খেলার ২৮ মিনিটের মাথায় শামিমের ভুল সর্টে নিশ্চিত এগিয়ে যাওয়া থেকে মিস করে সাতক্ষীরা জেলা ফুটবল দল। সাতক্ষীরা ও ভোলা জেলা ফুটবল দল ১-১ গোলে সমতা নিয়ে বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ডি-বক্সের ভিতরে ডুকে খেলার ৪৮ মিনিটের ৭ নাম্বার জার্সিধারী বাদশার অসাধারণ গোলে ২-১ এগিয়ে যায় সাতক্ষীরা জেলা ফুটবল দল। খেলায় ২-১ গোলে এগিয়ে থেকে আক্রমণাত্ত্বক খেলতে থাকে সাতক্ষীরা। খেলার ৫৯ মিনিটের মাথায় সাতক্ষীরা জেলা দলের ৯ নাম্বার জার্সিধারী আল আমিনের অসাধারণ হেটে গোল হলেও অফ সাইডের ফাঁদে আটকে যায়।

দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটের মাথায় আবারও ৯ নাম্বার জার্সিধারী আল আমিনের অসাধারণ গোলে ৩-১ এগিয়ে যায় সাতক্ষীরা জেলা ফুটবল দল। ৮৯ মিনিটের মাথায় ভোলা জেলা দলের ডি-বক্সের ভিতরে সাতক্ষীরা দলের আল আমিনকে অন্যায়ভাবে আটকালে রেফারি সরাসরি প্লান্টির বাঁশি বাজায়। বাদশার প্লান্টি শুর্টে আউটে সাতক্ষীরা ৪-১ গোলে এগিয়ে যায়। খেলার নির্ধারিত সময়ে সাতক্ষীরা ৪-১ গোলে ভোলাকে হারিয়ে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপে হোম গ্রাউন্ডে জয়ী হয়।

খেলাটি পরিচালনা করেন রেফারি শেখ ফরিদ আহমেদ। সহকারী রেফারি ইশতিয়াক আহমেদ ফাহিম ও রমজান আলী। চতুর্থ রেফারি হিসেবে ছিলেন মাহাবুব মোড়ল। ম্যাচ রেফারি ছিলেন মো.শহিদুল ইসলাম লালু।

খেলায় সাতক্ষীরার মাঝ মাঠের খেলোয়াড় সাদ্দাম ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট