দেশের জনপ্রিয় পত্রিকা জাতীয় দৈনিক অভয়নগর, ও অনুসন্ধান মূলক জাতীয় পত্রিকা অগ্রযাত্রা'র ক্রাইম রিপোর্টার সাংবাদিক মোঃ আবুল বাসার (জীবন) এর একমাত্র কন্যা "তাসমীন জাহান" এর শুভ জন্মদিন ২১ সেপ্টেম্বর-২০২৫ ইং
এই দিনে পৃথিবী আলো করে মা-বাবার কোলজুড়ে জন্ম নিয়েছিল "তাসমীন জাহান"। তাসমীন জাহান এর জন্মদিন উপলক্ষ্যে ২১ সেপ্টেম্বর সন্ধায় আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল সময়ের সাহসী কলম সৈনিক মোঃ আবুল বাসার (জীবন) এর কন্যা তাসমীন জাহানের শুভ জন্মদিন। মোমবাতি জ্বালিয়ে ও কেক কেটে তার শুভ জন্মদিন পালন করা হয়।
তাসমীনের শুভ জন্মদিনে তার দীর্ঘায়ৃু কামনা ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার প্রকাশক ও সম্পাদক জনাব শাহীন আহম্মেদ, অনুসন্ধান মূলক জাতীয় পত্রিকা অগ্রযাত্রা'র সম্পাদক মেহেদী হাসান অর্নব, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল গাংচিল টিভির সম্পাদক শেখ আলী আকবর সম্রাট, দৈনিক দক্ষিণ বাংলার সম্পাদক মোঃ মাসুম হোসেন
তারা বলেন,পিতার আদর্শে উজ্জীবীত হয়ে সাফল্যে ভরে উঠুক তাসমীন জাহান এর জীবন। এসময়ে তাসমীন জাহান এর সাথে ছিলেন তার বাবা সাংবাদিক মোঃ আবুল বাসার, চাচ্চু- মোঃ তৌহিদুর রহমান, দাদা,দাদী,আত্মীয় স্বজন সহ আরও অনেকে। শুভ জন্মদিনে উপস্থিতি ও শুভাকাঙ্ক্ষী মহল তাসমীন জাহান এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ুসহ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।