নূরুল হক
যশোর জেলা প্রতিনিধি:
যশোরের মণিরামপুরে পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক তুহিন হাসানকে স্থায়ী বহিষ্কার। দলীয় শৃঙ্খলা বিরোধীসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রোববার জেলা বিএনপির জরুরি মিটিং শেষে সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সকল পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে অব্যহতিপ্রাপ্ত তুহিন হাসান উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. শহীদ মুহাম্মদ ইকবাল হোসেনের ছোট ভাই।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মণিরামপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ইতোমধ্যে আরও কয়েকজনকে স্থায়ী ও কয়েকজনকে অস্থায়ীভাবে কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। তাছাড়া বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ড ও দলীয় শৃংখলা বহির্ভূত কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগ থাকলেও তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ না করায় পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে ৪৮ ঘন্টার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে সন্তোষজনক জবাব প্রদান করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পৌর বিএনপির যুগ্ম সম্পাদক তুহিন হাসানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।