জুলফিকার আলী,কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় জমির হারির টাকা চাওয়া নিয়ে লুৎফর রহমান ( ৪৫) নামের এক কৃষক কে ধরে জুতা দিয়ে পিটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে-মঙ্গলবার (১৬সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের পিছলাপোল গ্রামে। ঘটনার বিবরণে জানা গেছে-ওই গ্রামের অজিয়ার রহমানের ছেলে লুৎফর রহমান তার জামাইকে বিদেশ পাঠানোর জন্য তার বন্ধকি জমি পাশ্ববর্তী আবুল হোসেনের ছেলে কামরুল ইসলামের মাধ্যমে অন্য এক স্থানে ১লাখ ২০হাজার টাকায় বন্ধক রাখেন। এসময় কামরুল ইসলাম ১লাখ ১০হাজার টাকা দিয়ে আগাম হারির ১০হাজার টাকা কেটে রাখেন। বছর না যেতেই হঠাৎ কামরুল ইসলাম হারির টাকা চেয়ে বসেন কৃষক ফুৎফর রহমানের কাছে। এনিয়ে ককথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে কামরুল ইসলাম তার পায়ের জুতা খুলে কলাটুপি গ্রামের মাজেদের চায়ের দোকানের মধ্যে লোকজনের সামনে কৃষক লুৎফর রহমানকে ধরে তার মুখে ১০/১২টি জুতা বাড়ি মেরে নিলাফোলা জখম করে। এঘটনায় কৃষক লুৎফর রহমান ন্যায় বিচারের দাবীতে একটি সাধারণ ডায়েরী করেন।