মোঃ রুবেল মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর সদর হাসপাতাল চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের ভরসার জায়গা। কিন্তু এই হাসপাতালে চলছে নানা অনিয়ম। দালালদের দৌরাত্ম্যে রোগীরা পড়ছেন চরম ভোগান্তিতে।
রোগীদের অভিযোগ হাসপাতালে প্রবেশ করলেই দালালরা ঘিরে ধরে। বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নেয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। অনেক সময় সঠিক চিকিৎসা পাওয়া যায় না হাসপাতাল থেকে।
ভুক্তভোগীরা জানান, সাধারণ মানুষ চিকিৎসা নিতে এসে হয়রানির শিকার হচ্ছেন। অথচ কর্তৃপক্ষ এসব বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না।
স্থানীয় সচেতন মহল মনে করেন, দালালদের দৌরাত্ম্য বন্ধ করে হাসপাতালের স্বাভাবিক সেবা নিশ্চিত করা জরুরি। অন্যথায় সাধারণ রোগীরা বঞ্চিত হতে থাকবে সরকারি স্বাস্থ্যসেবা থেকে।
এমনই অনিয়ম ও দালালদের প্রভাবের অভিযোগে মাধবপুর সদর হাসপাতাল এখন আলোচনায়। দেখা যাক কত দ্রুত কার্যকর ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।