এমডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের বিরামপুরে রাস্তায় বেপরোয়া যান চলাচলের কারণে দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। প্রতিদিনই কোনো না কোনো স্থানে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে, এতে প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা প্রায় নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। আজ রবিবার (১৪ সেপ্টেম্বর-২৫) স্থানীয় সূত্রে জানা যায়,রাস্তায় অতিরিক্ত গতি,ট্রাফিক আইন অমান্য,লাইসেন্সবিহীন চালক এবং সড়কে অব্যবস্থাপনার কারণে এ দুর্ঘটনার হার দিন দিন বেড়ে যাচ্ছে। বিশেষ করে ট্রাক,বাস,অটোরিকশা, চার্জার ও মোটরসাইকেলের বেপরোয়া দৌরাত্ম্যে পথচারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সড়কে নিয়ন্ত্রণহীন যানবাহন বিরামপুরের প্রধান সড়কগুলোতে প্রতিদিনই দেখা যায় বেপরোয়া গতিতে ছুটে চলা বাস,ট্রাক ও মোটরসাইকেল। এর ফলে ছোটখাটো থেকে শুরু করে বড় দুর্ঘটনা ঘটছে প্রায়ই। অপরিকল্পিত যানবাহন চলাচল সড়কে যথাযথ ট্রাফিক নিয়ন্ত্রণ না থাকায় যানবাহন চলছে ইচ্ছেমতো। চালকদের অসচেতনতা এবং তাড়াহুড়া মিলিয়ে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে। প্রতিদিনের দুর্ঘটনার খবরে সাধারণ মানুষ আতঙ্কিত জনমনে ভয় ও আতঙ্ক বিরাজ করছে। বাজারে যাওয়া,স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রী বা গ্রামীণ মানুষের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও চালকদের সতর্ক করতে কার্যকর পদক্ষেপের অভাব আইন প্রয়োগের ঘাটতি দেখা দিয়েছে।
ট্রাফিক আইন মানতে চালকদের অনীহা দুর্ঘটনার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিরোধের প্রয়োজনীয়তা
অবিলম্বে ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন,নিয়মিত চেকপোস্ট, সচেতনতা বৃদ্ধি এবং বিকল্প সড়ক উন্নয়ন জরুরি হয়ে পড়েছে। বিরামপুর শহরের প্রধান সড়ক থেকে শুরু করে গ্রামীণ সড়কগুলোতেও একই চিত্র দেখা যাচ্ছে। অনেক সময় অপ্রাপ্তবয়স্ক ছেলেরা মোটরসাইকেল চালিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। সাধারণ মানুষ অভিযোগ করে বলেন,আইন শৃঙ্খলা বাহিনী মাঝে মাঝে অভিযান চালালেও তা যথেষ্ট নয়। ফলে চালকদের মধ্যে কোনো ভয়ের সংস্কৃতি গড়ে উঠছে না।
এদিকে হাসপাতালের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনায় আহত রোগীর সংখ্যা আগের তুলনায় দ্বিগুণ হয়েছে। চিকিৎসকদের মতে,সঠিক আইন প্রয়োগ ও সচেতনতা না বাড়লে এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হবে।
স্থানীয় সচেতন মহল বলছে,সড়কে দুর্ঘটনা কমাতে চালকদের ট্রাফিক আইন মেনে চলা নিশ্চিত করতে হবে এবং কর্তৃপক্ষকে নিয়মিত নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা জরুরি। সড়ক দুর্ঘটনা কমাতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে বিরামপুরসহ আশপাশের এলাকায় প্রাণহানি আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সাধারণ মানুষ।