আজহারুল ইসলাম সাদী
সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের জামতলা এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় ইঞ্জিনভ্যানচালক তোফাজ্জেল হোসেন (৪৫) ও তাঁর সঙ্গে থাকা এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, মেডিকেল কলেজমুখী একটি ট্রাক রেনুপোনা বহনকারী ইঞ্জিনভ্যানটিকে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করেছে। তবে চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাইপাস সড়কে অতিরিক্ত গতিতে ট্রাক চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের তদারকি নেই। এ কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।