তরিকুল ইসলাম স্টাফ রিপোর্টার:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট (ভিপি) মোঃ আহসান হাবীব ইমরোজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলারোয়া উপজেলার বিভিন্ন শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার রাতে ইমরোজের নিজস্ব বাসভবন যুগিখালীতে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রশিবিরের নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানান।
সাক্ষাৎ শেষে পারস্পরিক আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। নেতৃবৃন্দ নবনির্বাচিত ভিপির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং শিক্ষাঙ্গনে ইতিবাচক নেতৃত্বের জন্য দোয়া করেন।
ভিপি মোঃ আহসান হাবীব ইমরোজ সাক্ষাৎ শেষে বলেন,
> “এই ভালোবাসা ও শুভেচ্ছা আমাকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা দেবে। ছাত্রসমাজের কল্যাণে সব সময় কাজ করতে চাই।”