আন্তর্জাতিক নিউজ
মালয়েশিয়ার গুয়া মুসাং এলাকায় সোনচং-এর একটি বাগানের শ্রমিকদের থাকার ঘরের পাশে রক্তমাখা অবস্থায় এক বাংলাদেশি শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের গলা ও বাম বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ জানায়, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য গুয়া মুসাং হাসপাতালের ফরেনসিক ইউনিটে পাঠানো হয়েছে।
গুয়া মুসাং জেলা পুলিশের প্রধান সুপারিনটেনডেন্ট সিক চুন ফু জানান, ঘটনাটি দণ্ডবিধির ৩০২ ধারায় (খুন) মামলা হিসেবে তদন্ত করা হচ্ছে। তবে হত্যার উদ্দেশ্য এখনও পরিষ্কার নয় এবং জড়িত সন্দেহভাজনদের ধরতে অভিযান চলছে।
তিনি জানান, এ বিষয়ে কারও কাছে তথ্য থাকলে ০৯-৯১২১২২২ নম্বরে যোগাযোগ করতে বা নিকটস্থ থানায় জানাতে অনুরোধ জানানো হয়েছে।