এমডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের বিরামপুরে তীব্র ভেপসা গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কয়েকদিন ধরে প্রচণ্ড রোদ আর গরমে মানুষ যেন হাঁপিয়ে উঠেছে। বিশেষ করে দুপুরের দিকে রাস্তাঘাটে মানুষের চলাচল কমে যাচ্ছে।
এ ভোগান্তির শিকার হচ্ছেন শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি। নির্মাণ শ্রমিক, রিকশা ও ভ্যান চালক, দিনমজুর—সবাইকে রোদ আর গরমের মধ্যে কাজ চালিয়ে যেতে হচ্ছে জীবিকার তাগিদে। অনেকেই হিটস্ট্রোক ও মাথা ঘোরা সমস্যায় ভুগছেন।
গরমে সবচেয়ে বিপাকে পড়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। গরমের কারণে শ্রেণিকক্ষে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। হাসপাতালেও গরমজনিত রোগী বাড়ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এদিকে স্থানীয়রা বলছেন, “বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে ফ্যানও ঠিকমতো চলে না। ফলে ঘরেও স্বস্তি নেই।”
আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরাঞ্চলে এ ভেপসা গরম আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তাই গরম থেকে বাঁচতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে তারা।