এমডি রেজওয়ান আলী ব্যুরো প্রধান-
দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ও খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি (VWB) ও খাদ্যবান্ধব কর্মসূচির যাচাই-বাছাইয়ের নামে চলছে প্রশাসনিক তালবাহানা ও অনিয়ম। সরকারি সুবিধাভোগীদের তালিকা প্রণয়নে স্বজনপ্রীতি ও গোপন লেনদেন ও উপজেলা মহিলা বিষয়ক খাদ্য নিয়ন্ত্রক অফিসে মাধ্যমে চলছে বড় ধরনের অনিয়মের অভিযোগে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,প্রকৃত হতদরিদ্র ও অসহায় পরিবারদের বাদ দিয়ে রাজনৈতিক প্রভাবশালী ও আর্থিকভাবে সচ্ছল পরিবারের সদস্যদের নাম তালিকাভুক্ত করা হচ্ছে। এ নিয়ে ভুক্তভোগী সাধারণ মানুষ ইউনিয়ন পরিষদ ও উপজেলা নির্বাহী অফিসারের অফিসে বারবার ধর্না দিলেও সমাধান পাচ্ছেন না। বরং বিভিন্ন সময় ঘুষ ও সুপারিশ ছাড়া নাম অন্তর্ভুক্ত না করার অভিযোগও উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিগন ভুক্তভোগীরা জানান, “আমরা গরীব ও অসহায় হয়েও তালিকায় নাম পাইনি, অথচ গ্রামের ধনী ও প্রভাবশালীদের নাম চলে এসেছে। এটা চরম অবিচার।” সচেতন মহল বলছেন,এ ধরনের অনিয়ম ও প্রশাসনিক জটিলতা শুধু সরকারের ভাবমূর্তিকেই ক্ষুণ্ন করছে না, বরং দরিদ্র মানুষের অধিকার হরণ করছে। দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।