
মোঃ রুবেল মিয়া, মাধবপুরে (হবিগঞ্জ) প্রতিনিধি
রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকা থেকে হবিগঞ্জের মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ২নং চৌমুহনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে পুলিশের উত্তরা বিভাগের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
সূত্র জানায়, আপন মিয়া একটি হত্যা মামলার পলাতক আসামি। রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকা থেকে গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানায় ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর এফআইআর নং-৩৭ এর মাধ্যমে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২, ১৪৯, ১১৪, ১০৯ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ আপন মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর থানার রাজনগর গ্রামের বাসিন্দা এবং মো. আমীর হোসেনের ছেলে।