1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তালা-কলারোয়া আসনের অভিভাবক হিসেবে আবারও এগিয়ে আসছেন হাবিবুল ইসলাম হাবিব নওগাঁয় মহিলা ভুয়া পুলিশ সদস্যসহ ৬ জন গ্রেপ্তার বিরামপুরে ক্লাস্টার ডেভেলপমেন্ট প্লান্ট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত দেবহাটা উপজেলা জামায়াতের আয়োজনে সুধী সমাবেশে মুহাদ্দিস আব্দুল খালেক এনআরবি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত ঐক্যফ্রন্টের বিশ্ব এক নতুন মঞ্চ-অভিবাসীদের পাশে দাঁড়াতে হবে দেবহাটায় প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব (২য় পর্যায়) উদযাপনে প্রস্তুতি সভা ভাঙা স্বপ্নের ছায়া বিস্ফোরক মামলায় স্বপ্নপুরী মালিক দেলোয়ার হোসেন সহ ১০জন আটক জেলার। সদর ইউনিয়ন। বিএনপি’র কমিটি নির্বাচনের তারিখ ঘোষণাঃ

মোরেলগঞ্জে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন জননেতা আব্দুল মজিদ জব্বার,। কর্মীদের ও সমর্থকদের মাঝেমাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা উৎসবমুখর পরিবেশে বরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

 

মোঃ ফিরোজ আহমেদ ।
মোরেলগঞ্জ উপজেলা প্রতিনিধি (বাগেরহাট)।

মোরেলগঞ্জে ফিরে এলেন বিএনপির জনপ্রিয় প্রভাবশালী জননেতা আব্দুল মজিদ জব্বার,। কর্মীদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসা ঘন্টার পর ঘন্টা রাস্তার দুই পাশে সারিবদ্ধ ভাবে তার আসার অপেক্ষা করছে। কখন তাদের প্রিয় নেতা কে দেখতে পাবেন সে অপেক্ষায়। উৎসবমুখর পরিবেশে ঢাক ঢোল বাজিয়ে তাকে বরণ করে নিলেন এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল পেশার জনসাধারণ। দীর্ঘ আড়াই বছর পর প্রবাস জীবন শেষে দেশে ফিরেছেন মোরেলগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও তৃণমূলের অত্যন্ত জনপ্রিয় নেতা আব্দুল মজিদ জব্বার। রাজনৈতিক হয়রানি ও নির্যাতনের শিকার হয়ে তিনি লন্ডনে অবস্থান করছিলেন। তাঁর প্রত্যাবর্তনে মোরেলগঞ্জে কর্মী-সমর্থকদের মাঝে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য ও নতুন উদ্দীপনা।

রবিবার সন্ধ্যায় বাগেরহাটের গোয়ালমাঠ থেকে দলীয় নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান। পরে প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ মোটর শোভাযাত্রার মাধ্যমে আব্দুল মজিদ জব্বারকে বরণ করে নেয় দলীয় নেতা কর্মীরা। পথে গোয়ালমাঠ, সাইনবোর্ড, দৈবজ্ঞহাটী, আমতলা বাজার, কালিকাবাড়ী বাজারসহ বিভিন্ন স্থানে তাকে ঘিরে পৃথক পৃথক সংবর্ধনার আয়োজন করা হয়।

রাত ৮টায় মোরেলগঞ্জ বাজারের কাপুরিয়াপট্টি সড়কে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মজিদ জব্বার বলেন,
“দলের মধ্যে কোনো বিভাজন নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে এক ব্যানারে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক এফ এম শামীম আহসান, পৌর বিএনপি নেতা ফারুক হোসনে সামাদ, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউর রহমান জুয়েল, ছাত্রদল নেতা কচি ও টুটুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আব্দুল মজিদ জব্বারের দেশে ফেরা শুধু একটি রাজনৈতিক প্রত্যাবর্তন নয়, বরং মোরেলগঞ্জের বিএনপির মাঠে নতুন প্রাণের সঞ্চার। তাঁর সংবর্ধনাকে কেন্দ্র করে পৌর এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ এবং উপচে পড়া জনসমাগম।
দীর্ঘ আড়াই বছর পর প্রবাস জীবন শেষে দেশে ফিরেছেন মোরেলগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও তৃণমূলের অত্যন্ত জনপ্রিয় নেতা আব্দুল মজিদ জব্বার। রাজনৈতিক হয়রানি ও নির্যাতনের শিকার হয়ে তিনি লন্ডনে অবস্থান করছিলেন। তাঁর প্রত্যাবর্তনে মোরেলগঞ্জে কর্মী-সমর্থকদের মাঝে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য ও নতুন উদ্দীপনা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক এফ এম শামীম আহসান, পৌর বিএনপি নেতা ফারুক হোসনে সামাদ, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউর রহমান জুয়েল, ছাত্রদল নেতা কচি ও টুটুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আব্দুল মজিদ জব্বারের দেশে ফেরা শুধু একটি রাজনৈতিক প্রত্যাবর্তন নয়, বরং মোরেলগঞ্জের বিএনপির মাঠে নতুন প্রাণের সঞ্চার। তাঁর সংবর্ধনাকে কেন্দ্র করে পৌর এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ এবং উপচে পড়া জনসমাগম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট