1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তালা-কলারোয়া আসনের অভিভাবক হিসেবে আবারও এগিয়ে আসছেন হাবিবুল ইসলাম হাবিব নওগাঁয় মহিলা ভুয়া পুলিশ সদস্যসহ ৬ জন গ্রেপ্তার বিরামপুরে ক্লাস্টার ডেভেলপমেন্ট প্লান্ট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত দেবহাটা উপজেলা জামায়াতের আয়োজনে সুধী সমাবেশে মুহাদ্দিস আব্দুল খালেক এনআরবি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত ঐক্যফ্রন্টের বিশ্ব এক নতুন মঞ্চ-অভিবাসীদের পাশে দাঁড়াতে হবে দেবহাটায় প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব (২য় পর্যায়) উদযাপনে প্রস্তুতি সভা ভাঙা স্বপ্নের ছায়া বিস্ফোরক মামলায় স্বপ্নপুরী মালিক দেলোয়ার হোসেন সহ ১০জন আটক জেলার। সদর ইউনিয়ন। বিএনপি’র কমিটি নির্বাচনের তারিখ ঘোষণাঃ

মাধবপুরে দখলকৃত খাস জমির কারণে জলাবদ্ধতায় সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

 

মোঃ রুবেল মিয়া, মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সারাবছরই পানি জমে থাকে। সামান্য বৃষ্টিতেই মাঠে হাঁটু পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে শিক্ষার্থীরা ঠিকমতো এসেম্বলি করতে পারছে না। খেলাধুলা তো দূরের কথা ক্লাসের স্বাভাবিক পরিবেশও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিদিন ভেজা মাঠে দাঁড়িয়ে এসেম্বলি করতে হয়। এতে অনেকেই পিছলে পড়ে আহত হচ্ছে। এ ছাড়া জলাবদ্ধতার কারণে শিক্ষক-শিক্ষার্থীরা শৌচাগারও ব্যবহার করতে পারছেন না, ফলে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের পাশ দিয়ে পানি নিষ্কাশনের একটি নালা ছিল। কিন্তু সোয়াবই গ্রামের প্রভাবশালী মইদর আলীর ছেলে বাবুল মিয়া ও খোকন মিয়া সরকারি খাস জমি দখল করে মাটি ভরাট করায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। এতে বিদ্যালয় প্রাঙ্গণে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আখতার উদ্দিন অভিযোগ করে বলেন,বাবুল মিয়া ও খোকন মিয়া সরকারি খাস জমি দখল করে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দিয়েছেন। ফলে স্কুল প্রাঙ্গণে সবসময় পানি জমে থাকে, শিক্ষার্থীরা ঠিকমতো এসেম্বলি বা খেলাধুলা করতে পারে না।”

তিনি ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, বিষয়টি তাদের নজরে এসেছে এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেম বলেন,বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

গ্রামবাসীর অভিযোগ, খাস জমি দখল করে শুধু শিশুদের শিক্ষা নয়, জনস্বার্থও ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রশাসনের দ্রুত পদক্ষেপ না নিলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

অভিযুক্ত বাবুল মিয়া ও খোকন মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে তাঁরা সরকারি জমি দখল করে রেখেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট