মিরু হাসান, স্টাফ রিপোর্টার
বগুড়া শাহজাহানপুর উপজেলা আশেকপুর ইউনিয়নের আজ রাতে সাদিক পার্ক সংলগ্ন নাটোর টু বগুড়া হাইওয়ে পাকা রাস্তার উপর রংপুর থেকে ফরিদপুর গামী পাট বোঝাই ট্রাক, যার রেজি: নং-ঢাকা মেট্রো ট-২০-০১২০ এর চাকা ব্ল্যাস্ট হয়ে যায়। পরে চাকা মেরামত করার সময় একটি নাম্বার বিহীন পালসার মোটর সাইকেল এসে ড্রাইভারের মাথায় পিস্তল ঠেকিয়ে ট্রাকের কেবিনের ভেতর ঢুকিয়ে ৯৫ হাজার টাকা নিয়ে যাওয়ার সময় শাজাহানপুর থানার স্পেশাল-১২ ডিউটি পার্টি ঘটনাস্থলে উপস্থিত হওয়া মাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী মোঃ জাকির (৩৫), পিতা ফরিদ, সাং বাওয়তারা, থানা সিরাজগঞ্জ, মোঃ আশরাফ আলী (৪০), পিতা মোজাহার আলী, সাং চর বগদুর, থানা কামারখন্দ, সর্ব জেলা সিরাজগঞ্জ দ্বয় দৌড়ে পালিয়ে যায় ও আসামী মোঃ সুমন হোসেনকে শাজাহানপুর থানার পুলিশ ভিকটিমের সহযোগিতায় আসামীকে ধরার চেষ্টা করলে আসামী মোঃ সুমন হোসেন, পুলিশ সদস্য শাহরিয়ার হোসেনের পেটে পিস্তল ধরে। আসামী মোঃ সুমন হোসেন সাথে ধস্তাধস্তি শুরু হলে আসামীর হাতে থাকা পিস্তল, কনস্টেবল মোঃ শাহারিয়ার হোসন আসামীর নিকট থেকে পিস্তলটি ছিনিয়ে নেয় এবং অন্য পুলিশদের সহায়তায় আসামী মোঃ সুমন হোসেনকে আটক করে, থানায় খবর দিলে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ ঘটনার স্থল থেকে আসামী মোঃ সুমন হোসেনকে গ্রেফতার করে শাজাহানপুর থানা নিয়ে আসেন।##