মিরু হাসান, স্টাফ রিপোর্টার
আজ দুপুর আনুমানিক ১৪:১৫ ঘটিকায় বগুড়া শাহজাহানপুর উপজেলার আড়িয়াবাজার এলাকায় একটি কাভার্ড ভ্যান ট্রাকের পেছনে ধাক্কা দিলে সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ভ্যানচালকসহ এক নারী ও তার সন্তানরা গুরুতর আহত হয়ে ভেতরে আটকে পড়েন।
খবর পেয়ে মাঝিরা সেনানিবাস থেকে শেরপুরগামী সেনাবাহিনীর একটি টহল দল ১৪১৫ ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসকে তাৎক্ষণিক সহায়তা করে। সেনা সদস্যরা আহতদের দ্রুত উদ্ধার করে এবং গুরুতর আহত নারী ও তার দুই সন্তানকে নিকটবর্তী হাসপাতালে প্রেরণ করে।
সেনাবাহিনীর এ ধরনের মানবিক সহায়তা দুর্ঘটনাস্থলে বড় ধরনের ক্ষয়ক্ষতি রোধ করতে সক্ষম হয় এবং স্থানীয় জনগণের প্রশংসা কুড়ায়।##