এমডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের বিরামপুরে জাগ্রত যুব সংস্থার উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা অনুষ্ঠিত হয়েছে।
বিরামপুর সরকারি কলেজে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগীদের বিনামূল্যে অপারেশনের জন্য বিশেষ ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ২ সেপ্টেম্বর-২৫) সকাল ৯টা থেকে আরম্ভ হয়েছে যাহা দুপুর ৩টা পর্যন্ত অব্যাহত থাকবে। যাহা বিরামপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। দিনাজপুর গাক চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করার নিমিত্তে আসতে আরম্ভ করেছে। এই ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ অদ্বৈত কুমার, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগ্রত যুব সংস্থার সভাপতি নেওয়াজ শরীফ মিশুক,সিনিয়র সহ-সভাপতি এমডি রেজওয়ান আলী,প্রচার সম্পাদক ফাহিম সরকার,সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, ডা. এম. এ সাজিদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আয়োজকদের এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। আয়োজকরা জানান,অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য,এবং ভবিষ্যতেও তারা এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবেন। এ সময় বিভিন্ন এলাকা থেকে আশা রোগীরা জানান,বিরামপুর জাগ্রত যুব সংস্থার সার্বিক সহযোগিতায় এমন উদ্যোগকে ধন্যবাদ জানান।