মিরু হাসান, স্টাফ রিপোর্টার
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে দিনভর বর্ণাঢ্য কর্মসূচি পালন করা হয়েছে। দোয়া, শোভাযাত্রা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, বিনামূল্যে চিকিৎসা ও জেলা ছাত্রদলের রক্তদান অ্যাপ উদ্বোধনসহ নানা আয়োজনে জেলাজুড়ে উৎসবে মেতেছে তৃণমূল নেতাকর্মীরা।
সোমবার সকালে শহরের নবাববাড়ী রোডস্থ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন নেতারা। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র রেজাউল করিম বাদশা।
পৃথক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, ফজলুল বারী তালুকদার বেলাল, এমআর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাহিন, মোশাররফ হোসেন চৌধুরী, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ, জেলা ও সদর উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পৃথক দোয়া মাহফিলে জেলা মুক্তিযুদ্ধের প্রজন্মদল সভাপতি আব্দুল আজিজ হিরা, সদর উপজেলা আহ্বায়ক শায়েস্তা খান, সদস্য সচিব রেজাউল সরকার রেজা, যুগ্ম আহবায়ক রাসেল শেখ বক্তব্য রাখেন।
ড্যাব বগুড়ার সহযোগিতায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল দত্তবাড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। বাদ যোহর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করে বিএনপি। বিকেলে আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। সন্ধ্যায় সাতমাথায় প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।##