নূরুল হক,মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
উচ্চ শিক্ষা গ্রহণের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের নিয়ে যশোরের মণিরামপুরে দিকনির্দেশনা ও পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে মণিরামপুর পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভা প্রশাসক নিশাত তামান্না। সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ যশোর জেলার উপ-পরিচালক মোঃ রফিকুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শাপলা সিংহ, নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়াইব আহমেদ আকন।
মূল্যবান অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গড়ার বিভিন্ন কৌশল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়াসহ সঠিক বিষয় নির্বাচনের গুরুত্ব নিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী উত্তম মজুমদার, নির্বাহী কর্মকর্তা মোঃ তফিকুল আলম, মণিরামপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মুহিবুল্লাহ মনু, মণিরামপুর সরকারি কলেজের প্রভাষক মোস্তাফিজুর রহমান, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জি,এম বশির আল হেলাল, বুয়েটের শিক্ষার্থী আকিব বিন আশরাফ, ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী আবরার জাহিন জিনান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয় দাস, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হোসাইন আহমেদ, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জয়ন্তী দাসসহ প্রমুখ।