
ইমামুল হোসেন
কুয়ালালামপুর: বৃহস্পতিবার জানা গেছে, প্রায় ৩০ বছরের এক ব্যক্তিকে বিদেশি শ্রমিক পারমিট জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন দপ্তর (JIM)।
সূত্র জানায়, গত জুন মাসে পরিচালিত অভিযানের সময় তিনি নিজ দেশে পালিয়ে যান। তবে আগে থেকেই তার বিরুদ্ধে ‘রেড ফ্ল্যাগ’ জারি থাকায় বুধবার রাত প্রায় ৯টার দিকে মালয়েশিয়ায় পৌঁছার পরপরই তাকে আটক করা হয়।
অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিদেশি শ্রমিকদের পারমিট অনুমোদনে সহায়তা করেছেন এবং আবেদনকারীদের কাছ থেকে প্রায় RM210,000 ঘুষ নিয়েছেন।
প্রাথমিক তদন্তে আরও জানা যায়, তিনি জেআইএম-এর এনফোর্সমেন্ট ডিভিশনে জমা দেন ভুয়া কাজের চুক্তিপত্র ও CIDB নিবন্ধন সনদ, যা প্রোগ্রাম রেক্যালিব্রেশন টেনাগা কেরজা (RTK) ২.০-এর আওতায় পারমিট সংগ্রহের জন্য ব্যবহার করা হয়েছিল।
👉 কর্তৃপক্ষ বলছে, এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে।