
মিরু হাসান বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় মাদক বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ৪ টায় শাজাহানপুর থানাধীন বনানী বাইপাস মোড় সংলগ্ন বিটিসিএল অফিসের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেনঃ কুড়িগ্রাম জেলার, নাগেশ্বরী উপজেলার সুলতানের ছেলে মোঃ শমসের আলী (৩৫), একই এলাকার মৃত আহাতাব আলী ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৩৮)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া থেকে ঢাকাগামী একটি পাথরভর্তি ট্রাক আটক করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে পাথরের ভেতরে বিশেষভাবে লুকানো একটি কাপড়ের বস্তায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে গোপনে মাদকদ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে সরবরাহ করে আসছিল।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।##