
ইমামুল হোসেন মালএশিয়া প্রতিনিধি
কুয়ানতান জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার আশারি আবু সামাহ জানান, তামান গোল্ডেন সিটি ও জালান বুকিত উবি এলাকায় খাবারের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে একযোগে অভিযান চালানো হয়।
অভিযানে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি) অনুযায়ী বৈধ নথি না থাকার অভিযোগে ১০ জন এবং ধারা ১৫(১)(সি) অনুযায়ী মেয়াদোত্তীর্ণ ভিসায় অবস্থান করার অপরাধে আরও ৮ জনকে আটক করা হয়েছে। এছাড়া বিপজ্জনক মাদক আইন ১৯৫২ অনুযায়ী পাঁচজনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে দুইজন পাটিআই এর কাছ থেকে ০.৬২ গ্রাম শাবু উদ্ধার করা হয়েছে।

তবে বিস্তারিত নথি যাচাইয়ের পর বৈধ কাগজপত্র থাকা ও অন্য কোনো অপরাধে জড়িত না থাকায় ১০২ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
সব অভিযুক্ত বর্তমানে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩, বিপজ্জনক মাদক আইন ১৯৫২ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনের অধীনে আরও তদন্তের জন্য আটক রয়েছে।