আন্তর্জাতিক খবর
কুয়ালালামপুর, ২৪ আগস্ট ২০২৫:
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম বলেছেন, ফিলিস্তিনের মুক্তির সংগ্রামে মালয়েশিয়া কখনোই পিছপা হবে না। তিনি জানান, বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাতে তিনি সবসময় গাজা ও ফিলিস্তিনের প্রসঙ্গ উত্থাপন করেন এবং আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যান।
আনোয়ার বলেন, “হ্যাঁ, ক্লান্তিকর, হতাশাজনক, কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে, কখনো হাল ছাড়তে নেই।”
গত রাতে দাতারান মারদেকায় আয়োজিত “মালয়েশিয়াকু গাজা সহচর” মহাসমাবেশ ও সেলাওয়াত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রায় এক লাখ মানুষ অংশ নেন। এসময় প্রধানমন্ত্রী সুমুদ নুসান্তারা প্রতিনিধি দলের গাজা ফ্লোটিলা মিশন উদ্বোধন করেন, যারা ৩১ আগস্ট গাজায় মানবিক সহায়তা নিয়ে রওনা হবে।
এই আয়োজন ছিল MAPIM ও CGM-এর উদ্যোগে তিন দিনব্যাপী কার্নিভাল সুমুদ নুসান্তারা ২০২৫-এর সমাপনী অনুষ্ঠান।