
এমডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নে দুঃস্থ ও হতদরিদ্র নারীদের জন্য বরাদ্দকৃত ভিডাব্লিউবি (Vulnerable Women Benefit) কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান,প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত রেখে অনেক ধনী ও প্রভাবশালী পরিবারের মাঝে এ কার্ড বিতরণ করা হয়েছে। এ ঘটনায় ইউনিয়নের হতদরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। সুবিধাবঞ্চিত নারীরা জানান,তাদের মতো অভাবী পরিবারের পরিবর্তে স্বচ্ছল পরিবারের গৃহিণীরা সরকারি এ সুবিধা পাচ্ছেন। ফলে সরকারি উদ্দেশ্য ব্যাহত হচ্ছে এবং প্রকৃত উপকার ভোগীরা বঞ্চিত হচ্ছেন। জানা যায় আজ রবিবার (২৪ আগষ্ট-২৫) পনের থেকে বিশ জন উপকারভোগী মহিলা দল দিনাজপুর জেলা প্রশাসক এবং বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ পত্র থেকে জানা যায়,সরকার অসহায়,দরিদ্র ও দুস্থ নারীদের সহায়তার উদ্দেশ্যে ভিডাব্লিউবি (VWB) কার্ড প্রদান করে থাকেন।

কিন্তু দুঃখের বিষয়,আমাদের ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে যাচাই বাছাই হওয়া সত্ত্বেও উপজেলা মহিলা বিষয়ক অফিসার সরজমিনে সঠিক ভাবে তদন্ত না করে দিওড় ইউনিয়ন পরিষদের দ্বায়িত্বে থাকা ব্যক্তিগনের সহিত আতাত করে ধনী পরিবারের হাতে স্বাক্ষর কৃত কার্ড তুলে দিয়ে বিধি লংঘন করেছেন বলে অভিযোগ তোলেন। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্তপূর্বক বিতরণকৃত কার্ড বাতিল করে প্রকৃত দুঃস্থ নারীদের হাতে কার্ড পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন। একইসঙ্গে প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,অনিয়মের বিষয়টি খতিয়ে দেখা হবে এবং অভিযোগ সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।