1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার তলুইগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরর বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ টাঙ্গাইলে প্রতারণার মামলার পর বাদীর স্বামীকে লক্ষ্য করে মিথ্যা কাউন্টার মামলা ও অপপ্রচার: সাইবার ক্রাইমে অভিযোগ হাদী ভাইয়ের ওপর হামলার প্রতিবাদে বিরামপুর উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল বগুড়ায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও আহত ৩ বড়াইগ্রামে সুদ ও চেক প্রতারণার অভিযোগে আইনজীবীর বিরুদ্ধে মানববন্ধন দেবহাটার সখিপুর বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ানুষ্টান হাদীস ভাইয়ের ওপর হামলার প্রতিবাদে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল স্বামীর নির্যাতন-হামলার অভিযোগে বগুড়া থানায় গৃহবধূর মামলা সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন অর্থোপেডিক ও স্পাইন সার্জন ডা. মো. মাহমুদুল হাসান (পলাশ) সাতক্ষীরায় যাত্রীবাহি বাস উল্টে ইজিবাইকের উপর পড়ে নিহত-১, আহত-৭

দিওড় ইউনিয়নে ধনী পরিবারের হাতে গরিবের কার্ড! তদন্তের দাবি উঠেছে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

 

এমডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নে দুঃস্থ ও হতদরিদ্র নারীদের জন্য বরাদ্দকৃত ভিডাব্লিউবি (Vulnerable Women Benefit) কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান,প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত রেখে অনেক ধনী ও প্রভাবশালী পরিবারের মাঝে এ কার্ড বিতরণ করা হয়েছে। এ ঘটনায় ইউনিয়নের হতদরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। সুবিধাবঞ্চিত নারীরা জানান,তাদের মতো অভাবী পরিবারের পরিবর্তে স্বচ্ছল পরিবারের গৃহিণীরা সরকারি এ সুবিধা পাচ্ছেন। ফলে সরকারি উদ্দেশ্য ব্যাহত হচ্ছে এবং প্রকৃত উপকার ভোগীরা বঞ্চিত হচ্ছেন। জানা যায় আজ রবিবার (২৪ আগষ্ট-২৫) পনের থেকে বিশ জন উপকারভোগী মহিলা দল দিনাজপুর জেলা প্রশাসক এবং বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ পত্র থেকে জানা যায়,সরকার অসহায়,দরিদ্র ও দুস্থ নারীদের সহায়তার উদ্দেশ্যে ভিডাব্লিউবি (VWB) কার্ড প্রদান করে থাকেন।

কিন্তু দুঃখের বিষয়,আমাদের ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে যাচাই বাছাই হওয়া সত্ত্বেও উপজেলা মহিলা বিষয়ক অফিসার সরজমিনে সঠিক ভাবে তদন্ত না করে দিওড় ইউনিয়ন পরিষদের দ্বায়িত্বে থাকা ব্যক্তিগনের সহিত আতাত করে ধনী পরিবারের হাতে স্বাক্ষর কৃত কার্ড তুলে দিয়ে বিধি লংঘন করেছেন বলে অভিযোগ তোলেন। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্তপূর্বক বিতরণকৃত কার্ড বাতিল করে প্রকৃত দুঃস্থ নারীদের হাতে কার্ড পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন। একইসঙ্গে প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,অনিয়মের বিষয়টি খতিয়ে দেখা হবে এবং অভিযোগ সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট