
নুরুল হক, মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
পূর্ব নির্ধারিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রোববার দুপুর ১২ টায় মণিরামপুর উপজেলা নির্বাচন অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আম জনগণ পার্টির মণিরামপুর উপজেলা নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সময় তারা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।
সাক্ষাৎকালে দলীয় নেতৃবৃন্দ নির্বাচন কমিশনের কার্যক্রমে আস্থা প্রকাশ করে বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেশের গণতন্ত্রকে শক্তিশালী করবে। ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতকরণ, ভোটারদের ভয়-ভীতি মুক্ত পরিবেশে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি এবং প্রশাসনিক সহযোগিতার বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেন।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ কামরুজ্জামান নেতৃবৃন্দের মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে তার সাংবিধানিক দায়িত্ব পালন করে যাচ্ছ। তিনি আশ্বস্ত করেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। আইনের মধ্যে থেকে দল এবং প্রার্থীদের সার্বিক সহযোগিতা প্রদান করার বিষয়েও আশ্বস্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আম জনগণ পার্টির মনিরামপুর উপজেলা কমিটির আহবায়ক মোঃ শাহ আলম কবির, সদস্য সচিব মোহাম্মদ মোমিনুর রহমান, সদস্য মোহাম্মদ তরিকুল ইসলাম, সহকারী অধ্যাপক এম আলাউদ্দিন, সুশান্তসহ প্রমূখ।
নূরুল হক
মণিরামপুর, যশোর।