কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় জুলাই স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট২০২৫ ফাইনাল খেলা কলারোয়া হাইস্কুল ফুটবল মাঠে বিকাল ৪ টার সময় জামায়াতের ইসলামী পৌর যুব ক্রীড়া বিভাগের আয়োজনে কলারোয়া পৌর জামায়াতে ইসলামীর আমীর ড. মোহাম্মাদ ইউনুস আলী বাবু সভাপতিত্বে ঝিকরা ফুটবল একাদ্বশ ও তুলসিডাঙ্গা ফুটবল একাদ্বশ মধ্যকার ফাইলাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামাযাতে ইসলামী সাতক্ষীরা- ১ তালা - কলারোয়ার গণমানুষে প্রিয় নেতা অধ্যক্ষ মোহাম্মাদ ইজ্জত উল্লাহ উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওঃ মোঃ কামরুজ্জামান, যুব ক্রীড়া বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার আমীর মোঃ শামছুল আলম বুলবুল।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক পৌর সেক্রেটারি মাওঃ আলমগীর হোসাইন,এ্যাড,মোঃ হুমায়ুন কবির, সাংবাদিক মোঃ জাহিদুল ইসলাম ( জাহিদ),মোঃ বনি আমিন,মোঃ ফুরকান আলী,মাওঃ জালাল উদ্দীন,পৌর শিবির সভাপতি মোঃ মোস্তাকিম।
ফাইনাল খেলায় ২/১ গোলে ব্যবধানে চাম্পিয়ান ৫ নং ঝিকরা ফুটবল একাদ্বশ ও রানার্সআপ তুলসীডাঙ্গা ফুটবল একাদ্বশ।
পুরস্কার বিতরণী খেলায ধারা ভাষ্য কার ছিলেন মোঃ আজহারুল ইসলাম। খেলা পরিচালণা করেন মোঃ জি এম মাসুদ পারভেজ মিলন,মিয়া ফারুক হোসেন ম্বপন, মমিনুল রহমান।