
আমি মোঃ ওমর ফারুক মিঠু, গ্রাম নাথপুর, পোস্ট বুঝতলা,থানা কলারোয়া, জেলা সাতক্ষীরা। আমি ৭নং চন্দনপুর ইউনিয়ন যুবদলের ১নং যুগ্ন আহবায়ক।
হঠাৎ আজ ২১ আগষ্ট ২০২৫ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক “৭নং চন্দনপুর ইউনিয়ন পরিষদ” নামক আইডি থেকে আমার ছবি দিয়ে অকৃর্তভাষায় পোস্ট করে আমার রাজনৈতিক ও দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করেছে আমার বিশ্বাস। আমি অতিশীঘ্রই এই আডির নামে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।
সাথে সাথে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় ৭নং চন্দনপুর ইউনিয়ন যুবদল সংগ্রামী সাথী ও বন্ধুরা! আমাদের দলীয় নেতা তারেক রহমানের ছবি দিয়ে এই ফেইক আইডিকে চিন্হত করুন।এবং এদেরকে এড়িয়ে চলুন।