1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
তালা-কলারোয়া আসনের অভিভাবক হিসেবে আবারও এগিয়ে আসছেন হাবিবুল ইসলাম হাবিব নওগাঁয় মহিলা ভুয়া পুলিশ সদস্যসহ ৬ জন গ্রেপ্তার বিরামপুরে ক্লাস্টার ডেভেলপমেন্ট প্লান্ট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত দেবহাটা উপজেলা জামায়াতের আয়োজনে সুধী সমাবেশে মুহাদ্দিস আব্দুল খালেক এনআরবি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত ঐক্যফ্রন্টের বিশ্ব এক নতুন মঞ্চ-অভিবাসীদের পাশে দাঁড়াতে হবে দেবহাটায় প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব (২য় পর্যায়) উদযাপনে প্রস্তুতি সভা ভাঙা স্বপ্নের ছায়া বিস্ফোরক মামলায় স্বপ্নপুরী মালিক দেলোয়ার হোসেন সহ ১০জন আটক জেলার। সদর ইউনিয়ন। বিএনপি’র কমিটি নির্বাচনের তারিখ ঘোষণাঃ

সাতক্ষীরার পল্লীতেঅপরিকল্পিত মৎস্য ঘের: জলাবদ্ধতার প্রধান কারণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

মোঃ জামাল উদ্দিন, সাতক্ষীরা থেকে 

২১ শে আগস্ট বৃহস্পতিবার ২০২৫
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা গ্রাম এখন পানির নিচে। শ্রাবণের অঝোর ধারার সাথে অপরিকল্পিত মৎস্য ঘেরের আগ্রাসন গ্রামটিকে এক স্থায়ী জলাবদ্ধতার দিকে ঠেলে দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী ঘের মালিকেরা পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যা তাদের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে। বছরের পর বছর ধরে এই সমস্যা চললেও স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা।

সরেজমিনে মাছখোলা গ্রাম ঘুরে দেখা যায়, বহু ঘরবাড়ির উঠানে ও ভেতরে পানি থৈ থৈ করছে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় যাতায়াতের একমাত্র ভরসা হয়ে উঠেছে ভেলা। রান্নাঘর, শৌচাগার পানিতে নিমজ্জিত থাকায় চরম স্বাস্থ্য ঝুঁকিতে দিন কাটছে শত শত পরিবারের। গবাদি পশু নিয়েও বিপাকে পড়েছেন তারা।

স্থানীয় বাসিন্দা নূরি বেগম ক্ষোভের সাথে বলেন, “আমাদের সব জমি, ঘরবাড়ি ডুবায়ে তারা মাছের চাষ করতেছে। পানি নিষ্কাশনের যে খালগুলো ছিল, সবগুলোর মুখ বাঁধ দিয়ে আটকে দিছে। আমরা কার কাছে যাবো? কেউ আমাদের কথা শোনে না।”

গ্রামের আরেক বাসিন্দা ছখিনা খাতুন বলেন, “চুলার মধ্যে পানি,ছেলেমেয়েদের নিয়ে চরম কষ্টে আছি। সাপের ভয়, পোকার ভয়। রাতের বেলা ঘুমাতে পারি না। চেয়ারম্যান-মেম্বার ভোট চাইতে আসে, কিন্তু জিতলে আর খবর রাখে না।”

স্থানীয় জনগণের দাবি, এলাকার প্রভাবশালী মৎস্য ঘের মালিকরা নিজেদের সুবিধার জন্য অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ করে পানি প্রবাহের প্রাকৃতিক পথগুলো বন্ধ করে দিয়েছে। বারবার অভিযোগ জানিয়েও কোনো স্থায়ী সমাধান মেলেনি। তাদের অভিযোগ, স্থানীয় প্রশাসন মাঝেমধ্যে কিছু পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেও তা কেবল লোক দেখানো, যা কোনো কাজেই আসেনি।

এ বিষয়ে ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে তারা অবগত আছেন। তিনি বলেন, “আমরা বেশ কয়েকবার ঘের মালিকদের সাথে বসেছি এবং নিষ্কাশন ব্যবস্থা সচল রাখার জন্য বলেছি। কিন্তু অনেকেই তা মানছেন না।

অন্যদিকে, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শোয়েব আহমদ জানান, জলাবদ্ধতা নিরসনে প্রশাসন কাজ করছে। তিনি বলেন, “আমরা ইতিমধ্যে উপজেলার বিভিন্ন জলাবদ্ধ এলাকার পানি নিষ্কাশনের জন্য খাল থেকে নেট-পাটা অপসারণের নির্দেশনা দিয়েছি। মাছখোলা গ্রামের বিষয়টিও আমাদের নজরে আছে। যদি কেউ অবৈধভাবে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ করে রাখে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তবে প্রশাসনের এই আশ্বাসে আস্থা রাখতে পারছেন না মাছখোলা গ্রামের সাধারণ মানুষ। তাদের মতে, প্রতি বছরই এমন আশ্বাস দেওয়া হয়, কিন্তু প্রভাবশালী ঘের মালিকদের দৌরাত্ম্যের কাছে বরাবরই অসহায় থেকে যায় প্রশাসন। একটি স্থায়ী ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি চায় এলাকাবাসী। তারা দ্রুত পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করে নিজেদের স্বাভাবিক জীবনে ফেরার আকুতি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট