এমডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের বিরামপুরে নানান আয়োজনের মধ্য দিয়ে ১৮ আগস্ট হতে ২৪ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান,আলোচনা সভা ও পদক প্রদান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার (১৮ আগস্ট-২৫) সকাল ১১টায় উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল চন্দ্র চক্রবর্তী, কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়,যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা শেষে সফল মৎস্য খামারিদের পদক প্রদান করা হয় এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে ১৮ আগস্ট হতে ২৪ আগস্ট পর্যন্ত উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে সপ্তাহ ব্যাপী নানান কর্মসূচি পালন করা হবে বলে জানান মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি।