ডাঃ মোঃ নাজমুল আহসান,ভ্রাম্যমাণ প্রতিনিধি।
গাজীপুরে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের দুই এতিম সন্তানের দায়িত্ব গ্রহণ করেছেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল-আলম। এই মহানুভবতায় তিনি আবারও প্রমাণ করলেন, মানবিকতা এখনো বেঁচে আছে।
সাংবাদিক তুহিনের মর্মান্তিক মৃত্যু তার পরিবারকে নিঃস্ব করে দেয়। তাঁর দুই শিশুপুত্র আজ পিতৃহীন হয়ে অসহায় জীবনে নিপতিত। এ অবস্থায় এগিয়ে এলেন এসপি কাজী আখতার উল-আলম, যিনি পিতার স্নেহে তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন। তিনি শুধু তাদের দায়িত্ব নেননি, বরং জানিয়েছেন, তাদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য যা যা প্রয়োজন, তিনি নিজে থেকে তা করবেন ইনশাআল্লাহ।
তাঁর এই অনন্য দৃষ্টান্ত নিঃসন্দেহে সমাজে একটি মানবিক বার্তা ছড়িয়ে দিয়েছে।
আমরা তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি—তবে শুধু “ধন্যবাদ” বলেই তাঁকে ছোট করতে চাই না।আল্লাহ আপনাকে হায়াতে তাইয়্যেবা দান করুন, দীর্ঘ হায়াত দিন — আমিন