সাক্ষাৎকার
আসসালামু আলাইকুম। আমি আবু বকর সিদ্দিক, কলারোয়া উপজেলার ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়নের ছেলে আমি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন। সুপ্রিয় সোনাবাড়ীয়া ইউনিয়ন বাসী। দীর্ঘ প্রতিক্ষার পর একটি একতরফা সরকারের পতনের পর, থমথমে সারাদেশ।সাথে সাথে সোনাবাড়ীয়া ইউনিয়ন অভিভাবকহীন। সোনাবাড়ীয়া ইউনিয়ন বাসী বিভিন্ন সমস্যার সমাধান এখন পাচ্ছেন না। আসছে নির্বাচন। তাই তালা-কলারোয়া আসনের সাবেক এমপি, আধুনিক রুপকার, হাবিবুল ইসলাম হাবিব কে দলমত নির্বিশেষে ভোট দিয়ে এমপি হিসেবে দেখতে চাই। তারপর ইউনিয়ন পাবে একজন বিশ্বস্ত অভিভাবক।
সুপ্রিয় সোনাবাড়ীয়া ইউনিয়ন বাসী, বর্তমানে অন্যায় জুলুম,অত্যাচার অনেক বেশি, ন্যায় বিচারের আশায় আমরা নিরাশ হচ্ছি। ইউনিয়নে আমাদের একজন দক্ষ,সৎ, ন্যায়পরায়নতা অভিভাবক বা চেয়ারম্যান এর প্রয়োজন। তাই রাজনীতির মাঠে যারা সৎ তাদেরকে সাপোর্ট করবেন আমি আশাবাদী। আমি দীর্ঘ প্রবাশে আমার নিজ ইউনিয়ন বাসীর জন্য সব সময় মন কাদে।আমি চাই ধনী গরীব সকলে মিলে মিশে শান্তিতে বসবাস করুক। প্রতিহিংসাকে দুরে ঠেলে দিয়ে একে অপরের দুঃখ দুর করুন এই আহবান করি। মামলা, হামলা চাঁদাবাজ, দখলবাজ কে এক সাথে রুখে দিন। আমিও আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকবো।সকলের সু স্বাস্থ্য কামণা করে আজকে বিদায় নিচ্ছি।আসসালামু আলাইকুম।।