নুরুল হক মণিরামপুর প্রতিনিধি:
সারাদেশের ন্যায় নানা আয়োজনের মধ্যদিয়ে মণিরামপুর উপজেলা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মণিরামপুর উপজেলা শাখার উদ্যোগে পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের ৫২৫২ তম শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে বর্নাঢ্য র্যালী, পৌরশহেরর কালি মন্দিরে শ্রী কৃষ্ণ সম্পর্কে আলোচনা, ভগবদ গীতা পাঠ, মৃদঙ্গ বাজনা প্রতিযোগীতা ও চিত্র অঙ্কন প্রতিযোগীতার মাধ্যমে এ জন্মাষ্টমী পালন করা হয়। মণিরামপুর উপজেলা পীজা উদ্যাপন পরিষদের সভাপতি তুলসী বসুর সভাপতিত্বে আলেঅচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাড. শহীদ মুহাম্মদ ইকবাল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক উপধ্যক্ষ সমীর কুমার হালদার, পূজা উদ্যাপন পরিষদ নেতা তপন ভট্টাচার্য্য, সাবেক কাউন্সিলর বাবুলাল চৌধুরী, গোবিন্দ ঘোষ, অরুণ মিত্র প্রমুখ।
আলোচনা সভায় বক্তরা বলেন, জন্মাষ্টমী, হিন্দু ধর্মের কাছে, এটি একটি বিশেষ দিন। হিন্দু ধর্মে এই দিনটির তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ। ভগবান কৃষ্ণের জন্ম হয়েছিল ভাদ্রমাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে। স্থান কাল ভেদে শ্রী কৃষ্ণের জন্মতিথি ভিন্ন ভিন্ন নামে পরিচিত। দ্বাপর যুগের শেষভাগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে শ্রী কৃষ্ণ জন্ম গ্রহণ করেন। দুষ্টের দমন করে পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনি মানুষরূপে পৃথিবীতে আবির্ভূত হন।
আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়।