মিরু হাসান, স্টাফ রিপোর্টার
বগুড়ার শাহজাহানপুর উপজেলা থেকে ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দুপুরে বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম সোহান (৩১)। তার বাড়ি গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের ভুলি গাড়ী গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে যে সোহান ইয়াবা পাচারের জন্য কক্সবাজার থেকে বগুড়ায় এসেছেন। এরপর পুলিশ বনানী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। জিজ্ঞাসাবাদের সময় সোহান জানান যে তিনি পেটের ভেতরে ইয়াবা লুকিয়ে রেখেছেন। পরে, বিশেষ পদ্ধতিতে তার শরীর থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জানান, গ্রেপ্তারকৃত সোহান একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।