আজহারুল ইসলাম সাদী:
“সবুজে সাজাই বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় ‘প্রকৃতি ও জীবন ক্লাব’-এর উদ্যোগে ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ।
এসময় তিনি বলেন, “গাছ আমাদের অক্সিজেন দেয়, তাই সবাইকে গাছ লাগাতে হবে এবং সঠিকভাবে পরিচর্যা করতে হবে।”
চ্যানেল আই-এর সাতক্ষীরা প্রতিনিধি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ প্রতিবছরই বৃক্ষরোপণসহ পরিবেশ রক্ষায় নানা কার্যক্রম চালিয়ে আসছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রকৃতির ভারসাম্য রক্ষা অত্যন্ত জরুরি। এবছর বাংলালিংক এর সহযোগিতায় সারা দেশে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিদ্যালয়ের সভাপতি সরফরাজ নেওয়াজ সাগরের সভাপতিত্বে এবং জেলা সভাপতি অ্যাডভোকেট মুনির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক স ম শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম, প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি, সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম, বাংলা ভিশনের আসাদুজ্জামান, ডিবিসি টিভির এম বেলাল হুসাইন ও ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।
কর্মসূচিতে প্রতিটি শিক্ষার্থীকে দুটি করে চারা দেওয়া হয়। নতুন গাছের চারা হাতে পেয়ে শিক্ষার্থীরা জানায়, তারা নিয়মিত এসব গাছের যত্ন নেবে এবং অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করবে। এতে তাদের মধ্যে পরিবেশ রক্ষার নতুন উদ্দীপনা ও দায়িত্ববোধ তৈরি হয়েছে।