মিরু হাসান, স্টাফ রিপোর্টার
বগুড়ার কাহালু থানা বিশেষ অভিযানে সাতজন জুয়াড়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেল ৫টার দিকে কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকারের নেতৃত্বে থানার এএসআই মোজাম্মেল হক ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
উপজেলার কালাই ইউনিয়নের তিনদীঘি বাজারের পিছনে পরিচালিত জুয়ার আসর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কাহালু উপজেলার কালাই ইউনিয়নের বড় ভাদাহার গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (৫৫), মমতাজ উদ্দিনের ছেলে শহীদুল ইসলাম (৫৫),মজিবর রহমানের ছেলে আনোয়ার (৪৫), পিলকুঞ্জ গ্রামের বশারতুল্লাহর ছেলে আলী হাসানের ভুট্টু (৪৫), ভাদাহার নয়াপাড়ার আবু জাফরের ছেলে আইমুদ্দিন (৫০), শিবগঞ্জ উপজেলার খেঁওনী বীন্নাচাপর গ্রামের মৃত মইনুদ্দিনর ছেলে ফরিদ হোসেন প্রাং (৪৫) ও একই গ্রামের মৃত মিজ সোনারের ছেলে সাইফুল ইসলাম (৪৭)। এ রির্পোট লেখা পর্যন্ত তাদের বিরুদ্ধে কাহালু থানায় মামলার প্রস্তুতি চলছিল।##