1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার তলুইগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরর বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ টাঙ্গাইলে প্রতারণার মামলার পর বাদীর স্বামীকে লক্ষ্য করে মিথ্যা কাউন্টার মামলা ও অপপ্রচার: সাইবার ক্রাইমে অভিযোগ হাদী ভাইয়ের ওপর হামলার প্রতিবাদে বিরামপুর উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল বগুড়ায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও আহত ৩ বড়াইগ্রামে সুদ ও চেক প্রতারণার অভিযোগে আইনজীবীর বিরুদ্ধে মানববন্ধন দেবহাটার সখিপুর বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ানুষ্টান হাদীস ভাইয়ের ওপর হামলার প্রতিবাদে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল স্বামীর নির্যাতন-হামলার অভিযোগে বগুড়া থানায় গৃহবধূর মামলা সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন অর্থোপেডিক ও স্পাইন সার্জন ডা. মো. মাহমুদুল হাসান (পলাশ) সাতক্ষীরায় যাত্রীবাহি বাস উল্টে ইজিবাইকের উপর পড়ে নিহত-১, আহত-৭

দেবহাটায় মাদক, সন্ত্রাস, ভূমিদস্যু প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশে পুলিশ সুপার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

 

রিয়াজুল ইসলাম আলম,,সাতক্ষীরা

সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেছেন, জেলায় কোন মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ, চোরাচালান ও ভূমিদস্যু থাকবেনা। জেলার মধ্যে কোন অরাজকতা করলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে পুলিশ সুপার বলেন, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী সে যেই হোক কাউকেই ছাড় দেয়া হবেনা। পুলিশ সুপার বলেন, আজ দেশের জন্য যে ছাত্র জনতা জীবন দিয়ে গেছে তাদের সেই অবদানকে স্বীকার করে দেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, দেবহাটার খলিসাখালীতে যারা বিশৃঙ্খলা করছে অবৈধভাবে জমি দখল করছে তাদের প্রতিরোধে পুলিশ সবসময় তৎপর রয়েছে। এই এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে একটি পুলিশ ক্যাম্প স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে উল্লেখ করে পুলিশ সুপার বলেন, খুব তাড়াতাড়ি এই বিষয়ে সিদ্ধান্ত চুড়ান্ত করে পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে। পুলিশ সুপার এসময় সন্ত্রাসীদের ধরিয়ে দিলে পুরস্কার প্রদানের ঘোষনা দেন। সোমবার ১১ আগষ্ট বিকাল সাড়ে ৪টায় উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদের সামনে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখাকালে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম উপরোক্ত কথাগুলো বলেন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খাঁন, শিক্ষানবিশ এএসপি আনারুল কবির, শিক্ষানবিশ এএসপি শফিকুল ইসলাম ও দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার হাফিজুর রহমান। দেবহাটা থানার এএসআই রিয়াজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, ঢাকা আহ্ছানিয়া মিশনের মাদক সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ছাত্র প্রতিনিধি ইমরান বাশার প্রমুখ। সমাবেশে বক্তারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, চোরাচালান ও ভূমিদস্যুদের প্রতিরোধ করতে বিভিন্ন মতামত ব্যক্ত করেন। এছাড়া যে বা যারা এই ধরনের অপরাধ কর্মকান্ডে লিপ্ত রয়েছে তাদেরকে সামাজিকভাবে বয়কট করে আইনের আওতায় নিয়ে আসার আহবান জানান। সমাবেশে জনপ্রতিনিধি, সাংবাদিক, এলাকার সাধারন মানুষ ও খলিশাখালীর ভূমিহীন জনপদের জমির মালিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট