নিজস্ব প্রতিনিধি বিপ্লব সরকার টাঙ্গাইল , জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১০ ই আগস্ট রবিবার টাংগাইল প্রেসক্লাব এর সামনে অনুষ্ঠিত হয়, জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের আহবায়ক মাসুদুর রহমান মিলনের সভাপতিতে আলোচনায় অংশ নেন, টাঙ্গাইল জেলার এডভোকেট সমিতির সহ-সভাপতি এডভোকেট মোবারক হোসেন টাংগাইল প্রেসক্লাব সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হেমায়েত হোসেন হিমু জাতীয় সাংবাদিক সংস্থার টাঙ্গাইল জেলা ইউনিটির যুগ্ন আহ্বায়ক আবুল কালাম সিদ্দিকী নিপু, সদস্য সচিব সৈয়দ নাজমুল হোসেন, যুগ্ম সদস্য সচিব তরিকুল ইসলাম সান সিদ্দিকী, কাউসার আহমেদ, কালিহাতী উপজেলা ইউনিটের সভাপতি সৈয়দ মহসিন হাবিব সবুজ, সাধারণ সম্পাদক বিপ্লব সরকার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ইউনিটের সদস্য জুয়েল, হিমু, কামাল হোসেন, শুভ সাহা, মনির হোসেন, সুজন মিয়া প্রমুখ।