ইমামুল হাসান, মালএশিয়া প্রতিনিধি
ইপোহ উচ্চ আদালত সাত বছর আগে এক বাংলাদেশি শ্রমিককে হত্যার দায়ে এক মালয়েশীয় যুবককে ফাঁসির দণ্ড দিয়েছে। নিহত মো. ওভাইদুল (৩২)-এর মরদেহ কিন্তা নদীতে পাওয়া যায়, যার এক পা মোটরসাইকেলের সঙ্গে বাঁধা ছিল।
দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আমির আমজার মোহাম্মদ আসপার (২৮) ২০১৮ সালের ১৫ ডিসেম্বর পেরাক তেঙ্গাহ জেলার সুনগাই গালাহ এলাকায় এই হত্যাকাণ্ড ঘটান। আদালত রায়ে ঘটনাটিকে “অত্যন্ত নৃশংস” বলে উল্লেখ করেছে এবং মৃত্যুদণ্ডই ন্যায়সংগত বলে মন্তব্য করেছে।
ভিকটিমের ভাই মো. হোসেন খান জানান, চার বছর ধরে ভাইটি আসামির বাবার অধীনে কাজ করছিলেন এবং ছিলেন পরিবারের মূল উপার্জনকারী। বিয়ের জন্য এক মাস পর দেশে ফেরার পরিকল্পনা করলেও সেই স্বপ্ন শেষ হয়ে যায় হত্যার মধ্য দিয়ে।
মামলায় রাষ্ট্রপক্ষের ২৪ জন ও আসামির পক্ষে ১ জন সাক্ষ্য দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন উপ-অভিযোগকারী গীথা জোরা সিং এবং আসামির আইনজীবী ভি. সানথিরান।