1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন

গাজীপুরের দৈনিক প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক তুহিন হত্যার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জার্নালিস্ট কো অপারেশন পাইকগাছা উপজেলা শাখা ও খুলনা জেলা কমিটির বিবৃতি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

 

ডাঃ মোঃ নাজমুল আহসান, ভ্রাম্যমাণ প্রতিনিধি।
গাজীপুরের দৈনিক প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক তুহিনকে সংবাদ সংগ্রহের অপরাধে নৃশংস ভাবে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিবৃতি প্রদান করেছেন জার্নালিস্ট কো অপারেশন পাইকগাছা উপজেলা শাখা কমিটি ও খুলনা জেলা কমিটি। খুলনা জেলা কমিটির সভাপতি ডা মোঃ নাজমুল আহসান ও খুলনা জেলা কমিটির সিনিয়র সহসভাপতি ও পাইকগাছা উপজেলা শাখা কমিটির সভাপতি ডাঃ মোঃ জসীম সরদার, খুলনা জেলা কমিটির সহসভাপতি ও পাইকগাছা উপজেলা শাখা কমিটির সহসভাপতি মোঃ হাবীবুর রহমান হাবীব ও সম্পাদক জনাব মোঃ আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক শেখ রাজু হোসেন ও সহ সাংগঠনিক সম্পাদক শেখ রাজাউল্লাহ রাজ বিবৃতি প্রদান করে বলেন সাংবাদিক তুহিন পেশাগত দায়িত্ব পালনকালীন চরম অন্যায় ভাবে নৃশংসতম হত্যা কান্ড সাংবাদিক সমাজের উপর উলঙ্গপনার বহিঃপ্রকাশ। সাংবাদিক তুহিন হত্যার উপযুক্ত সাজা না হলে সাংবাদিক সমাজের উপর আরও হিংস্রতা বৃদ্ধি পাবে। উপযুক্ত দোষীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে সমগ্র দেশের সাংবাদিক সমাজ বৃহত হতে বৃহত্তর কর্মসূচি বাস্তবায়নের আল্টিমেটাম দেওয়া হবে।
বিবৃতিতে সাংবাদিক তুহিনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন, পরিবারের সদস্যদের পাশে সহযোগিতার হাত বাড়ানো এবং সাংবাদিক তুহিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

সাংবাদিক সংগঠনের সভাপতি ডাঃ মোঃ জসীম সরদার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন সহোদর সাংবাদিক তুহিন হত্যার উপযুক্ত বিচার না হলে দেশে সাংবাদিক পেশার প্রতি মেধাবীরা অগ্রসর হবে না। তাই সাংবাদিক তুহিন হত্যার প্রকৃত দোষীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের জন্য প্রশাসনকে আলটিমেটাম দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট