মোঃ রুবেল মিয়া,হবিগঞ্জ মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে বাস চাপাই সৈয়দ সঈন উদ্দিন ডিগ্রি কলেজের তোফাজ্জল হোসেন নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট ) সকাল ৭ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আলা আমিন হোটেলের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোফাজ্জল হোসেন (২৪) মাধবপুর সৈয়দ সঈন উদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি উপজেলার ৯ নং নোয়াপাড়া ইউনিয়নের, কড়রা গ্রামের মুহিবুল ইসলামের ছেলে
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে। এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায়। তাঁকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তোফাজ্জল হোসেনের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসন এবং বিভিন্ন ছাত্রসংগঠন গভীর শোক প্রকাশ করেছে।