কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা বদরুজ্জামান বদরু আর নেই। জানা গেছে, শিক্ষক বদরুজ্জামান বদরু(৫৮) দীর্ঘদিন যাবৎ হৃদ রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। বুধবার(৬ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যবরণ করেন( ইন্না.... রাজেউন)। মৃত্যকালে তিনি মাতা, স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সে উপজেলার সীমান্তবর্তী ভাদিয়ালী গ্রামের মৃত: আব্দুল ওহাবের পুত্র ও বিশিষ্ট রাজনীতিবিদ উপজেলা বিএনপি'র সাবেক সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়ার ভাইপো। মরহুম বদরুজ্জামান বদরু দীর্ঘবছর যাবৎ কলারোয়া পৌরসভাধীন তুলশিডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে বসবস করে আসছেন। তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষক -কর্মচারী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক হিসাবে স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমান তিনি সাতক্ষীরা জেলা শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচিত কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছিলেন। আগামী ২৭' সালে শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহন করেন বলে স্কুল কতৃপক্ষ জানান। শিক্ষক বদরুজ্জামান বদরুর মৃত্যু সংবাদে উপজেলা শিক্ষক সমিতি অফিস সহ উপজেলা ব্যাপি শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার সকাল সাঁড়ে ১১টায় মরহুমের নিজ প্রতিষ্ঠান ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয় তার জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।