হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে অভিনব কৌশলে মাদক পাচারের চেষ্টা চালিয়ে শেষরক্ষা হয়নি এক চিহ্নিত মাদক কারবারির। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি সফল অভিযানে ৯০ বোতল ভারতীয় মদসহ তাকে আটক করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বিকেলে মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার (চুনারুঘাট সার্কেল) সালিমুল হক, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সহিদ উল্লাহ ও ওসি (তদন্ত) মোঃ কবির হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে ব্যবহৃত একটি পিকআপ গাড়ীসহ ও মাদকদ্রব্য জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন:
নজির আহমদ, পিতা– সিরাজ উদ্দিন, গ্রাম– নয়ামাটি, থানা– গোয়াইনঘাট, জেলা– সিলেট।
জব্দকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৯০ বোতল ভারতীয় মদ। পুলিশ জানায়, এসব মাদক সীমান্ত এলাকা থেকে চোরাই পথে এনে মাধবপুর হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের পরিকল্পনা ছিল।
এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সহিদ উল্লাহ বলেন:
“মাদক সমাজকে ধ্বংস করে দেয়। এটি একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। মাধবপুরকে মাদকমুক্ত রাখতে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান চলছে। আজকের অভিযানে আমরা একটি গাড়িসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছি এবং একজন চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছি। মাদক কারবারিদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আমরা মাধবপুরবাসীর সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা গড়তে দৃঢ় প্রতিজ্ঞ।”
পুলিশ জানায়, আটক নজির আহমদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই পুলিশের এ তৎপরতাকে স্বাগত জানিয়ে জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান আরও জোরদার হওয়া উচিত।